শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট : ঢাবির ডেপুটি রেজিস্টারকে পুলিশে দিলো শিক্ষার্থীরা 

শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট : ঢাবির ডেপুটি রেজিস্টারকে পুলিশে দিলো শিক্ষার্থীরা 

ঢাবি প্রতিনিধি : ফেসবুকে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে পোস্ট দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং  বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।

মঙ্গলবার (১৮ নভেম্বর)  বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
তিনি  বলেন, মুহাম্মদ লাভলু মোল্লাহকে ফেসবুকে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে পোস্ট দেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং শিক্ষার্থীরা শাহবাগ থানায় সোপর্দ করেন।

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, 'আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দীন আহমেদ গণমাধ্যমকে জানান, 'সে (লাভলু মোল্লাহ) শেখ হাসিনার রায়ের পরে বলেছে, আই ডোন্ট কেয়ার। সে যেই হোক আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।'

লাভলু মোল্লাহকে প্রায় ৪ মাস আগে ফাইলে কারচুপি করার কারণে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ঢাবির মুহসীন হল সংসদের সহ-সভাপতি (ভিপি) সাদিক শিকদার  জানান, 'আজকে আদালতের রায়কে অবমাননা করে সে একটি স্ট্যাটাস দিয়েছে। যার কারণে তাকে আইনের হাতে সোপর্দ করা হয়েছে।'

এছাড়া, জুলাই আন্দোলনের সময় লাভলু মোল্লাহর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার ভবনে একটি মিছিল হয় বলেও জানান তিনি।

এবিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লেখেন, 'লাভলুরে পুলিশের হাতে সোপর্দ করে এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে।'

জানা গেছে, গ্রেফতার লাভলু মোল্লাহ ছাত্রজীবনে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146972