বগুড়া শহরে আ’লীগ নেতার গুড়িয়ে দেয়া কার্যালয়ে আগুন

বগুড়া শহরে আ’লীগ নেতার গুড়িয়ে দেয়া কার্যালয়ে আগুন

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের টেম্পল রোডে গুড়িয়ে দেয়া জেলা আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খান রনির ভাঙচুরকৃত ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলে স্থানিয়রা। আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদন্ডের রায় ঘোষণার পর আওয়ামী লীগ নেতার ভাঙচুর করা ওই কার্যালয়ে আগুন দেয়া হয়। পলিথিন ও আবর্জনা জড়ো করে আগুন দেয় জনতা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ সময় স্থানিয়দের মধ্যে একজন বালতি ভর্তি পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি মো: হাসান বাসির বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে নয়, ওই কার্যালয় সংলগ্ন আওয়ামী লীগের এক নেতার গুড়িয়ে দেয়া কার্যালয়ের স্তুপে কাগজ জড়ো করে আগুন ধরিয়ে দেয়া হয়। এরপর সাথে সাথে বালটি দিয়ে পানি ঢেলে তা নিভিয়ে ফেলা হয়।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের দিনে বিক্ষুদ্ধ জনতা শহরের টেম্পল রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয় ও কার্যালয় সংলগ্ন আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খান রনির বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146946