ঠাকুরগাঁওয়ে খামার মালিককে বেঁধে রেখে গরু ছিনতাই গ্রেফতার ৩

ঠাকুরগাঁওয়ে খামার মালিককে বেঁধে রেখে গরু ছিনতাই গ্রেফতার ৩

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী এলাকায় এক খামার মালিককে বেঁধে গুরুতর আহত করে ৯টি গরু ও দু’টি মোবাইল ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী এএইচ আল মাসুদ রয়েল (৩২) বালিয়াডাঙ্গী থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি খামারের দক্ষিণপশ্চিম পাশের বাঁশের বেড়া কাটিয়ে ভেতরে প্রবেশ করে। পরে খামার মালিকের শয়নকক্ষের দরজায় বড় কাঠের গুঁড়ি দিয়ে আঘাত করে দরজা ভেঙে ঘরে ঢোকে।

আসামিরা মাসুদকে এলোপাতাড়ি মারধর করে এবং কাঠের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তার দুই হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেয়। মাসুদ অচেতন অবস্থায় থাকাকালে হামলাকারীরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে একটি স্মার্টফোন, একটি নোকিয়া বাটন ছিনিয়ে নেয়। পাশাপাশি খামারের তালা ভেঙে ৯টি গরু নিয়ে যায়। গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ ২৩ হাজার টাকা।

পরদিন ভোরে বাড়ির লোকজন গোঙানির শব্দ শুনে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সুস্থ হয়ে ওঠার পর পরিবার ও আত্মীয়দের সাথে পরামর্শ করে তিনি থানায় এজাহার দাখিল করেন।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার পর অভিযান চালিয়ে গত শনিবার তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- মো. সলিম উদ্দিন (৫২), মো. সিরাজ (৩৪), মো. সাদেকুল ইসলাম (৪৫)।

পুলিশ জানিয়েছে, অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্তে অভিযান চলছে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা ঘটনাস্থল থেকে একটি মিনি ট্রাক বা পিকআপযোগে গরুগুলো নিয়ে চলে যায়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146932