উত্তরায় সাবেক এমপির ভাইয়ের বাড়িতে আগুন

উত্তরায় সাবেক এমপির ভাইয়ের বাড়িতে আগুন

রাজধানীর উত্তরায় সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসানের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উত্তরার আহছানিয়া এলাকায় নাদিম হাসানের বাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা। সেখানে একটি প্রাইভেটকার পুড়তে দেখা যায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসানের বাড়িতে আগুন লেগেছিল। দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ওসি মনিরুল ইসলাম বলেন, ‘ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের বাড়ি ভেবে উত্তেজিত বিক্ষোভকারীদের একটি দল এখানে এসে একটি গাড়িতে আগুন দেয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146921