নাটোরের লালপুরে নারী প্রলোভনের ফাঁদে ফেলে টাকা আদায় চক্রের ২ সদস্য গ্রেফতার

নাটোরের লালপুরে নারী প্রলোভনের ফাঁদে ফেলে টাকা আদায় চক্রের ২ সদস্য গ্রেফতার

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে নারী প্রলোভনের ফাঁদ পেতে টাকা আদায় সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রোববার রাতে লালপুরের গোপালপুর পৌর সভার বাজারে অভিযান চালিয়ে মো. ওয়াহেদ আলী ওরফে সেন্টু (৩১) ও মো. মাহমুদ হোসেন শাকিল ওরফে মাবুদ (৩৮) চক্রের দু’জনকে আটক করে পুলিশ। তারা দীর্ঘদিন যাবত এই কৌশলে ব্যবসায়ীসহ বিভিন্ন মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলো।

জানা গেছে, গতকাল রোববার সকাল ১০টার দিকে গোপালপুর বাজারের কাঠ ব্যবসায়ী মো. হাবিবুর রহমানকে এই চক্র ফাঁদে ফেলে জোরপূর্বক টাকা আদায় করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেল জিম্মি করে রাখে। পরে বিষয়টি নিয়ে ভুক্তোভোগী ব্যবসায়ী হাবিবুর লালপুর মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার ও জিম্মায় থাকা মোটরসাইকেল উদ্ধার করে।

লালপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তোভোগীর অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে চক্রের দু’জন সদস্যসহ তাদের জিম্মায় থাকা মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় চক্রের অন্যান্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত দু’জনকে আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পলাতকদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যহত আছে বলে জানান তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146916