জুলাই চেতনায় দেশ গঠনে সাংবাদিকদের অবদান জাতি কখনও ভুলবে না : বেরোবি ভিসি
রংপুর জেলা প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেছেন, জুলাই চেতনায় দেশ গঠনে সাংবাদিকদের অবদান জাতি কখনও ভুলবে না। জুলাই আন্দোলনে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সাংবাদিকরা কাজ করেছে। সংবাদ পরিবেশনে অনেককেই চাপ সহ্য করতে হয়েছে। জুলাই আন্দোলনে শহিদ আবু সাইদের খবর ও ছবি পরিবেশন ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই স্মৃতি সংরক্ষণে কাজ করছে। আমরা সাংবাদিকদের কাছে থেকে সে সময়ের মূল্যবান স্মৃতি সংরক্ষণ করবো। গতকাল রোববার রাতে নগরীর শুল্ক গোয়েন্দা ক্যাম্পাসে ক্লাবের স্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সিটি প্রেস ক্লাব রংপুরের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, গুণিজন সম্মাননা ও জুলাই যোদ্ধা সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এড. মাহফুজ উন নবী ডন, মেট্র্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) লিমন রায়, রংপুর গ্রুপের ডিএমডি ও তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন।
সিটি প্রেস ক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবুল নাগ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, সিটি প্রেস ক্লাব রংপুরের আজীবন সদস্য তরুণ উদ্যোক্তা তানভির আহমেদ তুষার, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এসএম খলিল বাবু প্রমুখ।
আলোচনা শেষে সিটি গুণিজন সম্মাননা প্রদান করা হয়। গুণিজনরা হলেন- রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক (সাংবাদিক সংগঠক), জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ (ক্রীড়া সংগঠক), রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান (স্বাস্থ্য সেবা), কথাসাহিত্যিক রানা মাসুদ (সাহিত্য)। এছাড়াও জুলাই যোদ্ধা (সাংবাদিক) হিসেবে এনটিভির সিনিয়র রিপোর্টার একেএম মঈনুল হক, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সরকার মাজহারুল মান্নান, ভিডিও সাংবাদিক আলী হায়দার রনি, শাহ নেওয়াজ জনি, আসাদুজ্জামান আরমান, আলমগীর হোসেনকে সংবর্ধিত করা হয়। পরে ক্লাবের ইনডোর গেমসে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146909