ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং এলাকা থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটন ইসলাম(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে চিলারং দক্ষিণপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে চিলারং (দক্ষিণপাড়া) গ্রামে আবুল কাশেমের বাড়ির পাশে ঠাকুরগাঁও সদর থানার এসআই (নিরস্ত্র) মো. শফিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গীয় ফোর্সের সহায়তায় লিটনকে গ্রেফতার করা হয়।

পরে তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় সাড়ে চার হাজার টাকা। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146900