পটুয়াখালীর গলাচিপায় পানিতে ডুবে নিহত ১

পটুয়াখালীর গলাচিপায় পানিতে ডুবে নিহত ১

পটুয়াখালীর গলাচিপায় পানিতে ডুবে বিপ্লব বেপারি (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে গলাচিপা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্পের পাশের খালে এ ঘটনা ঘটে। বিপ্লবকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিপ্লবের প্রতিবেশী সমসের জানান, আজ সোমবার দুপুরে বিপ্লবের স্ত্রী গরুকে ঘাস খাওয়ানোর জন্য নদীর পাশে যান।

এ সময় বিপ্লব ঘরে ছিলেন। কিছু সময় পর বিপ্লবের খিচুনি উঠলে তিনি দৌড়ে নদীর ঘাটে গিয়ে লাফ দিয়ে নদীতে পড়েন। এ সময় পাশে অন্য বাচ্চারা গোসল করলেও ঘটনাটি খেয়াল করেনি। কিছু সময় পর বড়দের মধ্যে বিষয়টি জানাজানি হলে পানির নিচ থেকে বিপ্লবকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146876