রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা যাবে না : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, পলিটিক্যাল পার্টি অ্যান্ড দেয়ার মেম্বারস এবং তাদের সহযোগিতা ছাড়া সুন্দর কোনও নির্বাচন করা যাবে না। এটা একদম নিশ্চিত।
আজ সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এএমএম নাসির উদ্দিন বলেন, আগে থেকে এই ধরনের আলোচনাগুলো করা হয়ে থাকে। আমরা নানা বাস্তবতার কারণে যে এই কাজটা শুরু করতে পারিনি। শুরু করতে দেরি হয়েছে। আমাদের দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা কি আপনারা জানেন, কোন প্রেক্ষাপটে আমরা আছি।
নাসির উদ্দিন বলেন, পলিটিক্যাল পার্টি অ্যান্ড দেয়ার মেম্বারস এবং তাদের সহযোগিতা ছাড়া সুন্দর কোনও নির্বাচন করা যাবে না। এটা একদম নিশ্চিত। রাজনৈতিক দলগুলো না চাইলে এবং তারা যদি সমস্যা সৃষ্টি করতে চায় তাইলে দেখবেন যে হয়তো একটা নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা থেকে আশঙ্কা এসে যাচ্ছে।
আচরণবিধি মেনে চলার জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে সিইসি বলেন, পোলিং ডেটের আগে, ভোটের দিন বা পরে নানাবিধ সমস্যা বাস্তবে দেখা যায়, ফিল্ডে দেখা যায় ইলেকশনের সময়। এই তিনটা ফেইজে কোনও সমস্যা সৃষ্টি যেন না হয় এ জন্য নির্বাচনী আচরণবিধি। তিনি আরও বলেন, যদিও আমাদের তরফ থেকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য যা প্রস্তুতি গ্রহণ করার আমরা তা করে যাব। আমাদের নিয়ত একদম পরিষ্কার, আমাদের কমিটমেন্ট পরিষ্কার। আমরা সেভাবেই...যত ঝঞ্ঝাট, যত সাইক্লোন, ঝড় আসুক না কেন আমরা এটা মোকাবেলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা তা নেব।
এক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন।উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃতীয় দিনের ১ম ধাপের ৫টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি)। আজ সংলাপে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) প্রতিনিধিরা অংশ নিয়েছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার সহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তার উপস্থিত রয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146852