বগুড়ার ১২নং ওয়ার্ডে জামায়াত প্রার্থীর গণসংযোগ
বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ডের লতিফপুর এলাকায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
আজ রোববার (১৬ নভেম্বর) গণসংযোগকালে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল ইসলাম, ১২নং ওয়ার্ডের আমির মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সাব্বির শাহরিয়ার শুভ, আবু হাসিব, আবু জাফর, আবু তালিব, শ্রমিক নেতা জিয়া আলম প্রমুখ।
পরে বেলালের মোড়ে এক পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সন্ত্রাস, চাঁদাবাজদের কোন ঠাঁই থাকবে না। সকলের কর্মসংস্থানের মাধ্যমে সুষ্ঠু, সুন্দর সমাজ গঠন করা হবে। সমাজে কুরআন প্রতিষ্ঠা হলে কোন সন্ত্রাস, চাঁদাবাজ থাকবে না। সুন্দর সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146814