যে দল ভারতের দালালি করেছে তারা নিঃশেষ হয়ে গেছে : মাওলানা রফিকুল ইসলাম খান

যে দল ভারতের দালালি করেছে তারা নিঃশেষ হয়ে গেছে : মাওলানা রফিকুল ইসলাম খান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ার শাহাজাহান খেলার মাঠে আজ রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের মানুষ অন্যায়ের কাছে মাথা নত করবে না। দেশ ভারতের কাছে ইজারা দেওয়া হয়নি।

ভারতের নির্দেশে বাংলাদেশ পরিচালিত হবে না। যে দল ভারতের দালালি করেছে  তারা নিঃশেষ হয়ে গেছে। নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে। এবার ভোট চোরদের জনগণ ভোট দেবে না। জনগণ ভোট চোরদের প্রতিহত করবে।

পঞ্চক্রোশী ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, উল্লাপাড়ার জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ইউনিয়ন জামায়াতের আমির লুৎফর রহমান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146807