কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের সময় মেট্রো স্টেশনের নিচের অংশে সামান্য ধোঁয়া ও শব্দ দেখা যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা এলাকা নিরাপদ করতে কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করেন।

কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বিস্ফোরণের কারণ এবং কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলেও দ্রুত পুলিশি ব্যবস্থা নেওয়ায় কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। পুলিশের একটি দল ককটেল বিস্ফোরণের সূত্র ও অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146803