সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই আ’ লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই আ’ লীগ নেতা গ্রেফতার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: পৃথক দুইটি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল এবং আজ রোববার (১৬ নভেম্বর) সকালে দুর্গানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বর) এবাদুল ইসলাম এবাদকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: একরামুল হোসাইন জানান, ফ্যাসিবাদ সরকারের পতনের পর থেকে তারা পলাতক ছিলো। গতকাল শনিবার রাত ও আজ রোববার (১৬ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই অভিযানে ওই দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় বিষ্ফোরক ও নাশকতার মামলা রয়েছে। আজ রোববার (১৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146801