নতুন পথে ফারিণ
বিনোদন ডেস্ক ঃ বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সাবলীল অভিনয়ের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দর্শকপ্রিয় হয়ে উঠেছেন তিনি। একদিকে যেমন নিয়মিত নাটকে কাজ করেছেন, আবার আরেকদিকে একাধিক ওয়েব ফিল্মেও দেখা গেছে তাকে। কাজ করেছেন কলকাতার সিনেমাতেও। গত ঈদে ঢাকাই চলচ্চিত্রেও তার অভিষেক হয়েছে। তবে, এতেই থেমে থাকছেন না তিনি।
ফারিণ এবার পর্দার পেছনেও কাজ করতে প্রস্তুত। ফারিণ আগেই জানিয়েছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান করার কথা। এবার জানালেন আনুষ্ঠানিকভাবে তার কাজও শুরু করেছেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ফড়িং ফিল্মস’। তিনি জানান, তার স্বপ্নের অধ্যায়ের যাত্রা শুরু হয়েছে। ফড়িং ফিল্মস থেকে নিয়মিত কাজ আসবে তার। অনেকে তার জীবনের নতুন এই যাত্রায় শুভকামনা জানিয়েছেন।
এদিকে, কিছুদিন আগে অভিনেত্রী ফেসবুকে একটি ছবি পোস্ট দেন। সেখানে ছবির ক্যাপশনে লিখেন, আমি যদি প্রোডাকশন হাউজ খুলি তাহলে সেটার নাম কী দেয়া উচিত? এরপর মন্তব্য ঘরে ভক্তরা বিভিন্ন নামের প্রস্তাব দেন। এরপর নিজের প্রশ্নের জবাব দিয়ে ফারিণ আবার লিখেন, অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা। ধন্যবাদ। অবশেষে সেই চিন্তাকে এবার বাস্তবে রূপ দিলেন ফারিণ।
প্রসঙ্গত, ঢালিউড সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘প্রিন্স’-এ তার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ফারিণ। এ মুহূর্তে অভিনয় থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছেন তিনি। সেইসঙ্গে মানসম্মত কাজের জন্য বেছে বেছে কাজ করতে চান ফারিণ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146797