বগুড়ার দুপচাঁচিয়ায় স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে গ্রেফতার ১
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গত শনিবার রাতে স্কুলছাত্রী (১৪) কে অপহরণ মামলায় এজহারভুক্ত আসামি আবু বক্কর সিদ্দিক প্রামানিক (৫০) কে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার চামরুল ইউনিয়নের মাটাই পূর্বপাড়া গ্রামের স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাতায়াতের সময় প্রতিবেশি মাটাই পূর্বপাড়ার আবু বক্কর সিদ্দিক প্রামানিকের ছেলে ইউসুফ আলী প্রামানিক প্রেমের প্রস্তাব দেয়।
স্কুলছাত্রী তার প্রেমের প্রস্তাবে কর্ণপাত না করে বিষয়টি তার পরিবারকে জানায়। এতে ইউসুফ আলী প্রামানিক ক্ষিপ্ত হয়ে গত ২১ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে অপহরণ করে নিয়ে যায়। এদিকে স্কুল ছাত্রী সন্ধ্যায় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে ওই দিনই নিখোঁজ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করে।
ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে স্থানীয় লোকমুখে জানতে পেরে ছাত্রীর বাবা বাদি হয়ে গত ৭ সেপ্টেম্বর রোববার থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলা তদন্তকারী অফিসার এসআই নিয়ামান নাসির গত শনিবার রাতে মামলার এজাহার ভুক্ত আসামি আবু বক্কর সিদ্দিক প্রামানিক (৫০) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
থানা অফিসার ফরিদুল ইসলাম অপহরণ মামলার এজহারভুক্ত আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আসামিকে আজ রোববার (১৬ নভেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146790