বগুড়ায় দ্বিতীয় দিনেও বোলারদের দাপট

বগুড়ায় দ্বিতীয় দিনেও বোলারদের দাপট

স্পোর্টস রিপোর্টার : বগুড়ায় জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে ভয়ংকর রূপ ধারণ করেছিলো বোলাররা। শহীদ চাঁন্দু স্টেডিয়ামের সবুজ ঘাসের উইকেটে শতভাগ ফায়দা তুলে নিয়েছেন বোলাররা। দ্বিতীয় দিন ১৫ উইকেটের পতন ঘটেছে। পেসারদের সাথে সমান তালে উইকেট শিকারে মেতেছেন দুই দলের দুই স্পিনার রিশাদ ও তানভীর। বরিশাল অল্প রানে রংপুরকে আটকে দিলেও স্বস্তিতে নেই। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের আশঙ্কা ভর করেছে বরিশাল শিবিরে। দ্বিতীয়দিন শেষে বরিশালের সংগ্রহ ৭ উইকেটে ৯০ রান। লিড মাত্র ৮৪ রানের।

আগের দিনের ২ উইকেটে ৪৩ রান নিয়ে খেলতে নেমে বরিশালের বোলারদের ওপর চড়াও হতে পারেনি রংপুরের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মাঝে বড় কোন জুটিও গড়ে ওঠেনি। টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারে নাসির হোসেন, মীম মোসাদ্দেক এবং অধিনায়ক তানভীর হায়দার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেও সফল হননি। ফলে ২০২ রানেই শেষ হয়েছে রংপুরের প্রথম ইনিংস। মাত্র ৬ রানের লিড পায় তারকা খচিত দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করে করেছেন মীম মোসাদ্দেক এবং নাসির হোসেন, ৩০ রান করেছেন অধিনায়ক তানভির হায়দার। বরিশালে রুবেল, মিশু এবং অধিনায়ক তানভীর ইসলাম নিয়েছেন ৩টি করে উইকেট।

রংপুরকে অল্পরানে আটকে রাখা গেলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় পরাজয়ের শঙ্কা জেগেছে বরিশাল শিবিরে। দ্বিতীয় ইনিংসে রংপুরের বোলারদের সামনে একে পর এক অসহায় আত্মসমর্পণ করেছেন বরিশালের ব্যাটাররা। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ৯০ রান। তাজামুল ২২রানে অপরাজিত আছে। জাহিদুজ্জামান ১৩ এবং ইমনের ১২ ছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অংকের ঘর ছুঁতে পারেননি। রংপুরের সবচেয়ে সফল বোলার রিমাদ হোসেন নিয়েছেন ৬ ওভারে ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট। পেসার মুগ্ধ নিয়েছেন ২টি এবং মেহেধী হাসানের শিকার ১ উইকেট। আজ ম্যাচের তৃতীয় দিন।


সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল ১ম ইনিংস: ১৯৬, (ফজলে রাব্বী ৮০, ইমন ২৭, অনিক ২৩, রবিউল ২৫/৫, মুকিদ ৪৬/৩)
রংপুর ১ম ইনিংস: ২০২/২ (নাসির ৩৭, মীম ৩৭, তানভীর ৩০, নবিন ২৬, নাঈম ২১, মিশু ৫৮/৩, রুবেল ৪৯/৩, তানভীর ৩৪/৩)

বরিশাল ২য় ইনিংস : ৯০/৭ (তাজামুল ২২ (অপরাজিত), রিশাদ ২৪/৩, মুগ্ধ ২২/২)

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146779