ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ বিদেশি ওষুধসহ দুইজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ বিদেশি ওষুধসহ দুইজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ চোরাচালানকৃত বিদেশি ওষুধসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা থেকে একটি প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—ঢাকার খিলক্ষেত স্কুল রোড এলাকার মীর মাইনুল ইসলামের ছেলে মীর আমিনুল সাগর (৩৫) এবং ওয়ারি এলাকার নুরুদ্দিন আহমেদের ছেলে রুশদি ইরানি রুমি (৪৫)।

রোববার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের পাঠানো জেলা পুলিশ মিডিয়া উইং-এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জামান জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ১৪ হাজার ১৫ পিস চোরাচালানকৃত বিভিন্ন প্রকার বিদেশি ওষুধ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146778