দিনাজপুরের নবাবগঞ্জে দলিল পোড়ানো হলো সাব-রেজিস্ট্রার অফিসে

দিনাজপুরের নবাবগঞ্জে দলিল পোড়ানো হলো সাব-রেজিস্ট্রার অফিসে

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে সাব রেজিস্ট্রার অফিসে না দাবিকৃত গচ্ছিত প্রায় ১ হাজার ৮০০ টি জমির দলিল পুড়ে ফেলা হয়েছে। আজ রোববার (১৬ নভেম্বর) দুপুরে সাব রেজিস্ট্রার অফিসের সামনে দলিলগুলো পুড়ে ফেলা হয়।

অতিরিক্ত দায়িত্বে থাকা সাব রেজিস্ট্রার মো. মেহেদী হাসান জানান, আইনানুযায়ী ২ বছরের বেশি সময় হয়ে গেলে কেউ যদি দলিল সংগ্রহ না করে সেসব দলিল পুড়ে ফেলার নিয়ম আছে। এরই ধারাবাহিকতায় ২০১২ সাল থেকে ২০১৮ সালের না দাবিকৃত দলিল পোড়ানো হয়। তবে দলিলের নকল কপি অফিসের বালাম বইয়ে রয়েছে সেখান থেকে নকল কপি পাওয়া যাবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146768