আসিফের মন্তব্যে বিসিবি’র দুঃখ প্রকাশ
স্পোর্টস ডেস্ক : দেশের স্টেডিয়ামগুলোতে ফুটবলের আধিপত্য চলছে। ফুটবলারদের জন্য সারা দেশে ক্রিকেট খেলা যাচ্ছে না। এরা উইকেট ভেঙে ফেলছে, নষ্ট করে ফেলেছে। ক্রিকেট ‘আভিজাত্যের খেলা’, মাঠের অধিকার আদায়ে ‘মারামারি’ করতে প্রস্তুত-গত ৯ নভেম্বর বাংলাদেশ ক্রিকেটে কনফারেন্সে এমন মন্তব্য করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সংগীত শিল্পী আসিফ আকবর।
এমন আপত্তিকর মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েন আসিফ। সাবেক ফুটবলার থেকে শুরু করে ফুটবলপ্রেমীরা তার এমন মন্তব্যের নিন্দা জানান। এরপর সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। শনিবার (১৫ নভেম্বর) আসিফের মন্তব্যের বিষয়ে বাফুফে’র চিঠির উত্তর দিয়েছে বিসিবি। ফুটবল ফেডারেশনের প্রধান তাবিথকে পাঠানো ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের স্বাক্ষরিত চিঠিতে আসিফের সেই বক্তব্যের খানিকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আসিফ বিসিবি পরিচালক হলেও সেখানে কাউন্সিলর হিসেবে পরিচয় করানো হয়েছে বলে জানানো হয়েছে।
এ নিয়ে চিঠির ভাষ্য, ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে তথাকথিত যে মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেই বক্তব্য তিনি দিয়েছিলেন জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে, বিসিবি’র পরিচালক হিসেবে নয়। আমার জানা মতে, তিনি তার জেলার ক্রিকেট সংক্রান্ত কার্যক্রম ও মাঠ সংক্রান্ত ব্যবহার নিয়ে দীর্ঘদিনের হতাশা ও জটিলতা থেকে ব্যক্তিগত ক্ষোভের প্রেক্ষিতে সম্ভবত উক্ত বক্তব্য প্রদান করেছে।’ আসিফের বক্তব্য একান্তই তার ব্যক্তিগত, এটা বিসিবি’র অবস্থান বা বক্তব্য নয়। এই বিষয়টি স্পষ্ট করে চিঠিতে বিসিবি সভাপতি লিখেছেন, ‘কোনো ব্যক্তির মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে প্রতিফলন করে না। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদানকৃত বক্তব্যটি সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিব্যক্তি এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য হিসেবে গ্রহণ করা সঙ্গত হবে না।’
বিসিবি সভাপতি চিঠিতে দুঃখ প্রকাশ করেছেন, ‘যদি উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনো ধরনের আঘাত কিংবা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’ বিসিবি সভাপতি উক্ত ঘটনায় বাফুফের কাছে দুঃখ প্রকাশ করলেও আসিফ সেদিকে হাঁটেননি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146735