তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের জয়রথ চলছেই। ওয়ানডে ক্রিকেটে ঘরের মাঠে উড়ছে সালমান আলী আগার দল। দক্ষিণ আফ্রিকার পর এবার শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজ জিতেছে তারা। তিন ম্যাচে সিরিজের প্রথম দুই ম্যাচেই জিতে সিরিজ পকেটে পুরেছে ‘ম্যান ইন গ্রিন’রা। ফলে তৃতীয় ম্যাচ হয়ে দাঁড়িয়েছে আনুষ্ঠানিকতার। বাংলাদেশ সময় আজ বেলা সাড়ে ৩টায় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।
এই ম্যাচ আনুষ্ঠানিকতার হলেও দুদলের জন্যই ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিও বটে। পাকিস্তান জিতে গেলে হোয়াইটওয়াশের আনন্দ নিয়ে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে। এদিকে শ্রীলঙ্কার জন্যও ‘শেষ ভালো যার সব ভালো তার’ প্রবাদ প্রমাণের পালা। শেষ ম্যাচ জিতে ত্রিদেশীয় সিরিজেও রিচার্জ হয়ে নামতে চায় লঙ্কানরা। তাদের তো হারানোর আর কিছু নেই।এই ম্যাচে পাকিস্তান তাদের স্কোয়াডের খেলোয়াড় বাজিয়ে দেখতে পারে। ফর্মে থাকা খেলোয়াড়দের বিশ্রামে রাখতে পারে ত্রিদেশীয় সিরিজে চাঙা হয়ে মাঠে নামার জন্য। ফলে স্কোয়াডের শক্তিমত্তাও পরীক্ষা হয়ে যাবে। শ্রীলঙ্কাও একই কাজ করতে পারে। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান মাঠে নামবে ফুরফুরে মেজাজে। কেননা তাদের অন্যতম তারকা বাবর আজম ফর্মে ফিরেছেন। রিজওয়ান রানের ভেতর আছেন। পুরো টপ অর্ডার জ্বলে উঠছেন ব্যাট হাতে। বাবর সেঞ্চুরির দেখা পেয়েছেন সবমিলিয়ে ৮৩ ইনিংস পর।
পরিসংখ্যানের পাতায় শুধু পাকিস্তানের এগিয়ে যাওয়ার হিসাবই বাড়ছে। টানা দুই ম্যাচ জিতে দুটি সংখ্যা এগিয়ে থাকা দলকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে শ্রীলঙ্কা? উত্তর জানা যাবে ম্যাচ শেষে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146708