এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে ঢাকায় ভারত ফুটবল দল

এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে ঢাকায় ভারত ফুটবল দল

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে শনিবার ঢাকায় এসেছে ভারত ফুটবল দল। ভারতের বিপক্ষের নিয়মরক্ষার এ ম্যাচ দিয়ে শেষ হবে জামাল ভূঁইয়াদের এ বছরের খেলা। জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ভারতের লড়াই।


বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচের আগে নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে। হামজা-সামিতকে নিয়ে বাংলাদেশ হোম ম্যাচ জিতেত পারেনি। অথচ ভারত ৬-১ গোলে ভুটানকে হারিয়েছে।

এশিয়ান কাপের বাছাইপর্ব পেরিয়ে অবশ্য মূলপর্বে খেলার সম্ভাবনা আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশ ও ভারতের। চার ম্যাচ খেলে দুদলই পেয়েছে কেবল দুইটি করে পয়েন্ট। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে তলানিতে রয়েছে ভারত। তিনে বাংলাদেশ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146698