জলবায়ু ন্যায়বিচারের জন্য বিশ্বব্যাপী কর্ম দিবসে দেশব্যাপী কর্মসূচি

জলবায়ু ন্যায়বিচারের জন্য বিশ্বব্যাপী কর্ম দিবসে দেশব্যাপী কর্মসূচি

বিশ্বজুড়ে জলবায়ু সংকটের বিরুদ্ধে ন্যায়ভিত্তিক, সামগ্রিক ও জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়ে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ আয়োজনে আজ ১৫ই নভেম্বর ২০২৫ “জলবায়ু ন্যায়বিচারের জন্য বিশ্বব্যাপী কর্ম দিবস” উপলক্ষে দেশের ১২টি জলবায়ু পরিবর্তন-প্রভাবিত স্থানে সমন্বিত কর্মসূচি পালন করেছে।

COP30 চলাকালীন অনুষ্ঠিত এই বৈশ্বিক উদ্যোগের উদ্দেশ্য হলো-ভূমি, জল, ম্যানগ্রোভ, নদী, সমুদ্র, বন, শ্রমজীবী মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-সংগ্রামকে সামনে আনা এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিকে আরও জোরদার করা। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বৈষম্য, কর্পোরেট আধিপত্য, সামরিক দমন-পীড়ন ও পরিবেশ ধ্বংস একত্রে মানুষের ওপর বহুমুখী সংকট তৈরি করেছে। বিশ্বের প্রতিটি প্রান্তে জলবায়ু বিপর্যয়ের অভিঘাত বিশেষত কৃষ্ণাঙ্গ, আদিবাসী, নারী, শ্রমজীবী এবং নদী–উপকূলনির্ভর জনগোষ্ঠীর ওপর আরও তীব্রভাবে নেমে আসছে। আমরা বিশ্বাস করি—এই সংকটের বাস্তব সমাধান সেই মানুষেরাই জানেন, যারা প্রতিদিন ভূমি, জল, বন, ম্যানগ্রোভ ও জীবনের জন্য লড়াই করছেন।

এই বাস্তবতাকে সামনে রেখেই মোংলাতে মানববন্ধন, বরগুনা সদরে সাইকেল র্যালী; তালতলীতে মানববন্ধন; পাথরঘাটায় নৌ র্যালী ও মানবন্ধন; কলাপাড়ায় সাইকেল র্যালী ও মানবন্ধন; পেকুয়াতে সাইকেল র্যালী; কুতুবদিয়াতে সাইকেল র্যালী ও পথসভা; মহেশখালী, পাবনা, জামালপুর ও সিলেটে এ মানববন্ধন; হবিগঞ্জে নাগরিকবন্ধন এবং ঢাকার প্রেসক্লাবে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রাম কেবল পরিবেশের জন্য নয়, এটি জীবন ও মানবিক মর্যাদা রক্ষার সংগ্রাম কর্পোরেট দায়মুক্তি ও সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ অবস্থান, প্রান্তিক মানুষের কণ্ঠস্বরকে দৃশ্যমান করা, ভূমি, জল, ম্যানগ্রোভ ও জীববৈচিত্র্য রক্ষায় ন্যায্য ও বৈশ্বিক পদক্ষেপের দাবি জানিয়ে প্রতিটি স্থানে ব্যানার, প্ল্যাকার্ড, মূল স্লোগান এবং সচেতনতামূলক বার্তার মাধ্যমে জলবায়ু ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146681