বগুড়ায় প্রথম দিনে পেসারদের দাপট : রবিউলের ৫ উইকেট

বগুড়ায় প্রথম দিনে পেসারদের দাপট : রবিউলের ৫ উইকেট

স্পোর্টস রিপোর্টার : বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চার দিনের ম্যাচের প্রথম দিনে দাপট দেখিয়েছেন পেস বোলাররা। রংপুর বিভাগের পেস বোলারদের দাপটে ১৯৬ রানে গুটিয়ে গেছে বরিশালের প্রথম ইনিংস।

দুই দলের পতন হওয়া ১২ উইকেটের ১১টি নিয়েছেন পেসাররা। রংপুরের সবচেয়ে সফল বোলার ছিলেন রবিউল হক। তিনি ১১ দশমিক ৪ বল করে ৫ মেডেনসহ ২৫ রানে তুলে নিয়েছেন ৫ উইকেট। দিন শেষে রংপুর বিভাগের সংগ্রহ ২ উইকেটে ৪৩ রান। বরিশালের চেয়ে এখনো তারা ১৫৩ রান পিছিয়ে।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে কুয়াশা ভেজা মাঠে টসে জিতে বরিশালকে ব্যাট করতে পাঠান রংপুরের অধিনায়ক তানভীর হায়দার খান। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে সময় নেননি বোলাররা। ইনিংসের ২য় ওভারেই আঘাত হানেন মুকিদুল ইসরাম মুগ্ধ। মাত্র ৪ রান করে সাজ ঘরে ফেরেন ওপেনার জাহিদুজ্জামান খান। দলীয় ২২ রানে আবারও উইকেট হারায় বরিশাল।

এবার পেসার রবিউলে শিকার হন আরেক ওপেনার ইফতেখার হোসেন ইফতি। তিনি করেন ৯ রান। এরপর সালমান হোসেন ইমনকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ারে চেষ্টা চালান ফজলে রাব¦ী। ৫১ রানের মূল্যবান জুটি গড়ার পর ব্যক্তিগত ২৭ রানেই মন আউট হন রবিউলের বলে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বরিশাল।

এক প্রান্তে ফজলে রাব্বী শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলে ও তাকে সঙ্গ দিতে পারেনি কেউ। ফজে  দশমিক ৪ ওভারে ১৯৬ রানে থেমে গেছে প্রথমইনিংস। শেষের দিকে সামসুল ইসলাম অনিকের ব্যাট থেকে আসে ৩১ বলে ২৩ রান। রংপুরের সবচেয়ে সফল ছিলেন রবিউল হক। তিনি ১১ দশমিক ৪ বল খেলে ৫ মেডেনসহ শিকার করেছেন ৫ উেইকেট। আরেক পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ১১ ওভারে ৪৬ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।

মিডিয়াম পেসার নবিন ইসলাম নিয়েছেন এক উইকেট। লেগস্পিনার রিশাদ শিকার করেন বাকি এক উইকেট।
প্রতিপক্ষকে অল্পরানে গুটিয়ে দিয়ে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি রংপুর। দুই উইকেট হারিয়ে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৪৩ রান।

দলীয় ৬ রানে জাভেদ জাহিদ এবং ২৫ রানে আব্দুল্লাহ আল মামুনকে হারিয়েছে রংপুর। ২১ রানে নবিন ইসলাম এবং ৬ রানে নাঈম ইসলাম অপরাজিত আছেন। বরিশালের দুই পেসার ইয়াসিন আরাফাত মিশু এবং রুয়েল ইসলাম একটি করে উইকেট শিকার করেছেন। বরিশালের চেয়ে এখনো ১৫৩ রানে পিছিয়ে রংপুর। আজ ম্যাচের ২য় দিন।

সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল ১ম ইনিংস: ১৯৬, (ফজলে রাব্বী ৮০, ইমন ২৭, অনিক ২৩, রবিউল ২৫/৫, মুকিদ ৪৬/৩।
রংপুর ১ম ইনিংস: ৪৩/২ (নবিন ২১(অপরাজিত), নাঈম ৬(অপরাজিত) মিশু ২০/১, রুলে ১৭/১।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146678