মাত্র ২৮ দিনের মাথায় মাদারীপুরের ডিসি পরিবর্তন, নতুন দায়িত্বে জাহাঙ্গীর আলম

মাত্র ২৮ দিনের মাথায় মাদারীপুরের ডিসি পরিবর্তন, নতুন দায়িত্বে জাহাঙ্গীর আলম
মাদারীপুরে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগের ২৮ দিনের মাথায় আবারও পরিবর্তন করা হয়েছে। নতুন ডিসি হিসেবে নিয়োগ আদেশ পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) জাহাঙ্গীর আলম।
 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ আদেশ দেওয়া হয়।
 
জানা যায়, গত ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাদারীপুরসহ ৪ জেলায় নতুন করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়।
 
ওই প্রজ্ঞাপনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মিজ আফসানা বিলকিসকে মাদারীপুর জেলায় নিয়োগের আদেশ দেওয়া হয়। এর পরপরই তার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্টসহ নানান অভিযোগ তুলে জেলাজুড়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে তিনি যোগদান করে কার্যক্রম পরিচালনা শুরু করেন। কিন্তু মাত্র ২৮ দিনের মাথায় বৃহস্পতিবার নতুন করে ১৪ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়।
 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ওই প্রজ্ঞাপনে দেখা যায়, মাদারীপুর জেলা থেকে মিজ আফসানা বিলকিসকে পরিবর্তন করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146598