ঢাবির বগুড়া জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা
ঢাবি প্রতিনিধি: বগুড়া জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের নিয়মিত কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জারিফ রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. আবুজার গিফারী ইফাত।
সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সৈয়দ ইয়ানাথ ইসলাম। পাশাপাশি সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আমিনুর রহমান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন খাদিজাতুল কোবরা নিশি।
সংগঠনের সংশ্লিষ্টরা জানান, নতুন নেতৃত্ব আরও সুসংগঠিতভাবে বগুড়া জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি শিক্ষার্থীদের একত্রিত করে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম আরও বেগবান করবে।
আংশিক কমিটি শিগগিরই পূর্ণাঙ্গ কাঠামোর মাধ্যমে কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146572