পরকীয়ার জেরে লাশ কেটে ২৬ খণ্ড: নিহতের বন্ধু ও প্রেমিকা শামীমা গ্রেফতার

পরকীয়ার জেরে লাশ কেটে ২৬ খণ্ড: নিহতের বন্ধু ও প্রেমিকা শামীমা গ্রেফতার

পরকীয়ার জের ধরে ব্যবসায়ী আশরাফুল হককে হত্যার পর লাশ কেটে ২৬ খণ্ড করা হয়। এরপর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের কাছে দুটি নীল রঙের ড্রামে ভরে রেখে পালিয়ে যান।

এ হত্যাকাণ্ডের মূলহোতা তারই বন্ধু জরেজুল ইসলাম। জরেজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এবার জরেজের প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছে র‍্যাব।

তিনি জানান, রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা এবং মরদেহ হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের কাছে দুটি নীল রঙের ড্রামে ভরে রেখে যাওয়ার ঘটনায় প্রধান আসামি জরেজের প্রেমিকা শামীমাকে আলামতসহ গ্রেফতার করেছে র‍্যাব-৩।

এ ঘটনায় নিহতের ছোট বোন মোছা. আনজিরা বেগম শাহবাগ থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহত আশরাফুলের বন্ধু জরেজ মিয়াকে প্রধান আসামি করে এজাহার দায়ের করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146571