গাইবান্ধার নতুন জেলা প্রশাসক যোগদানের আগেই বদলি

গাইবান্ধার নতুন জেলা প্রশাসক যোগদানের আগেই বদলি

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার নতুন জেলা প্রশাসক নজরুল ইসলামকে যোগদানের আগেই পরিবর্তন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জনপ্রশাসনের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ মাসুদুর রহমান মোল্লা।

তিনি এষ্টাবলিশমেন্ট অব ডিজিটাল ন্যান্ড ম্যনেজ মেন্টের উপ-প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক হিসেবে নজরুল ইসলামকে গত ৮ নভেম্বর শনিবার গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু গাইবান্ধায় যোগদানের আগেই তাকে বিদ্যুৎ বিভাগের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146568