সিরাজগঞ্জে বাসচাপায় পথচারী নিহত
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে বাসচাপায় রাজু মন্ডল (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় সিরাজগঞ্জ কড্ডা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ বামনী গ্রামের নুর হোসেন মন্ডলের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার এসআই সোহাগ হোসাইন বলেন, রাজু মন্ডল বনবাড়িয়া এলাকার একটি তারকাঁটা মিলের কর্মচারী ছিলেন।
মিলের সামনে রাস্তা অতিক্রম করার সময় ঢাকাগামী জেনিন পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাজু মন্ডলের মৃত্যু হয়। তিনি আরো বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146564