ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে : দুলু
নাটোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জাতি একটি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তারা প্রায় ২০ বছর ভোট দিতে পারেনি। দেশের মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। তাই আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই তফসিল ঘোষণা করতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে না পারলে ফেব্রুয়ারির প্রথমে নির্বাচন করা সম্ভব হবে না।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার হরিশপুর তেঘড়িয়া কদমতলা বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম।
নির্বাচনী সভায় দুলু বলেন, আওয়ামী লীগ দেশে শাসনের নামে জাতির ওপর যে হত্যা, গুম, লুটপাট নির্যাতন করেছে এগুলোর বিচার বাধাগ্রস্ত করতে পাশের দেশে বসে অনলাইনে লকডাউনের ঘোষণা দিচ্ছে। দেশে তাদের কর্মী সমর্থক না থাকায় এ.আই প্রযুক্তির মাধ্যমে তারা মিছিলের ভিডিও তৈরি করে জাতিকে বোকা বানানোর অপচেষ্টা করছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগকে প্রতিহত করার জন্য দেশের ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। আওয়ামী লীগের সকল অপতৎপরতা রুখে দেয়া হবে। সভায় আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ.হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146561