নাটোরের বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেল ১০ বিঘা জমির আখ

নাটোরের বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেল ১০ বিঘা জমির আখ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়ে গেল ১০ বিঘা জমির আখ। আজ শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার কাটাশকোল গ্রামের আলহাজ সাদেক আলীর জমিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগুন দ্রুত পাশের জমির আখ ক্ষেতে ছড়িয়ে পড়ে। পাশের ধান ক্ষেতে কাজ করতে থাকা শুকুর আলী আখের ক্ষেতে আগুন দেখে চিৎকার শুরু করেন। তার ডাক চিৎকারে কৃষি মাঠে কর্মরত শ্রমিকেরা এগিয়ে আসেন এবং কঠোর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়াও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146560