সিরাজগঞ্জের রায়গঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ড
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বসতবাড়িতে অগ্নিকান্ডে ৭টি ঘরের আসবাবহপত্র সহ অন্যান্য মালমাল পুড়ে প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি দিয়ারপাড়া গ্রামের মিলন মন্ডলের বসতবাড়িতে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১০টায় হঠাৎ বাড়িতে আগুন লাগে। দ্রুতই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে মুহূর্তে পুরো বাড়ি পুড়ে যায়। বাড়িতে ৭ টি কক্ষে থাকা ফ্রিজ, টিভি, কম্পিউটার, আসবাবপত্র, চাল, ১ লাখ ৫০ হাজার টাকা, ৪ ভরি সোনা পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক মিলন মন্ডল জানান, রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ি, হঠাৎ পোড়া গন্ধ পাই, উঠে দেখি সুইচ বোর্ডে আগুন লেগেছে। আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বাড়ির মালিকের বর্ণনা অনুযায়ী প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146532