উখিয়ায় দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজারের উখিয়ার বালুখালি সীমান্ত থেকে মিয়ানমার থেকে মাদক নিয়ে আসার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দিন।
আটককৃত যুবক হলেন উখিয়ার হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মো. আলমের ছেলে মো. সাদেক হোসেন (২০)।
অধিনায়ক জানান, ১৩ নভেম্বর রাতে উখিয়ার বালুখালি বিওপির সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদক চোরাকারবারিরা ইয়াবা নিয়ে আসবে, এমন সংবাদে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিপি-২৯ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের একটি নারিকেল বাগানে অবস্থান নেন। এ সময় রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মিয়ানমার থেকে ৩ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।
তিনি জানান, এসময় বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিদের হাতে থাকা নেটের ব্যাগ ফেলে দিয়ে মিয়ানমারের দিকে চলে যাওয়ার সময় মো. সাদেক হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লে. কর্নেল জসীম উদ্দিন জানান, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন রয়েছে।