ভালুকায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভালুকায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় শাওন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার ( ১৪ নভেম্বর ) সকালে ভালুকা মডেল থানা পুলিশ উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজারের পূর্ব পাশে একটি কলাবাগানের ভেতরে কাঁঠাল গাছ থেকে শাওনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত শাওন কুড়িগ্রাম জেলার চিলমাড়ি উপজেলার বালাকাবাড়ি গ্রামের সুলতান মিস্ত্রীর ছেলে। তিনি উপজেলার গতিয়ার বাজার এলাকায় খালার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানান, কলাবাগানের ভেতরে কাঁঠাল গাছে শাওনের মরদেহ ঝুলতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমাউন কবির বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146506