ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

বর্তমানে সমায়ের তমুলু জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। হাসি, নাটকীয়তা আর অপ্রত্যাশিত সব ঘটনার সঙ্গে একের পর এক চমক দিচ্ছেন নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি। গত সেপ্টেম্বর মাসে প্রকাশিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন পর্বে দেখা যায় ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র নেহালকে। এবার এটির সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে। 

গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় স্পর্শিয়ার কথা জানান নির্মাতা কাজল আরেফিন অমি। অভিনেত্রীর ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন চমক হচ্ছেন স্পর্শিয়া।

ব্যাচেলর পয়েন্ট’-এ কাজের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “কয়েক বছর ধরে সিরিয়াস জনরায় বেশি কাজ করা হচ্ছিল। তাই চাচ্ছিলাম সেখান থেকে বের হয়ে কিছুটা ফান-কমেডি বা কালারফুল কিছু করার জন্য। যাতে দর্শকদের সঙ্গে আরও বেশি কানেকট হওয়া যায়। এ অবস্থায় ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে যখন ফোন আসে, তখন হ্যাঁ বলে দেই। এছাড়া এটি তো এখন একটি ব্র্যান্ড, সবার কাছেই জনপ্রিয়।

স্পর্শিয়া আরও বলেন, ‘এর আগে অমি ভাইয়ের সঙ্গে কখনো কাজ করা হয়নি আমার। তিনি একজন মেধাবী নির্মাতা। আর সব শিল্পীই ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে চান। আশা করছি আমাদের কোলাবরেশনে স্ট্রং কিছু হবে।

কাজল আরেফিন অমির অনবদ্য পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে প্রধান চরিত্রগুলোতে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলমের পাশাপাশি এবার যুক্ত হয়েছেন তৌসিফ মাহবুব। এছাড়াও আগের মতোই থাকছেন শিমুল শর্মা, লামিয়া লামসহ তাদের সুপরিচিত সঙ্গীরা। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146504