লকডাউন-অগ্নিসংযোগে নির্বাচনবিরোধী মহলেরও সম্পৃক্ততা থাকতে পারে : হাবিবুর রহমান হাবিব

লকডাউন-অগ্নিসংযোগে নির্বাচনবিরোধী মহলেরও সম্পৃক্ততা থাকতে পারে :  হাবিবুর রহমান হাবিব

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, যারা নির্বাচন চায় না তারা আওয়ামী লীগের লকডাউনের সঙ্গে, অগ্নিসংযোগের সঙ্গে জড়িত হয়ে যেতে পারে।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সরকারের উদ্দেশ্যে হাবিব বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশে কোনো ইনভেস্টমেন্ট আসবে না, আমাদের সঙ্গে কেউ বন্ধুত্ব করবে না। তাই যত ষড়যন্ত্র হোক, যত বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হোক, দেশের জন্য দেশের জনগণের জন্য নির্বাচন দিয়ে দিন।

হাবিবুর রহমান হাবিব বলেন, সরকার যদি দৃঢ় অবস্থান নেয়, নির্বাচন কেউ পিছিয়ে কিংবা বন্ধ করতে পারবে না। সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করুক, নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করুক। সরকারের সানাই বাজনা শুরু হোক, মাঠে জনগণ মোকাবিলা করবে। ইনশাআল্লাহ, ফেব্রুয়ারির প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন হবে।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন যদি কোনো কারণে না হয়, আপনারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবেন না। যারা ভাবছেন নির্বাচন না হলে ক্ষমতায় থাকা যাবে, তাদের পিঠের চামড়া থাকবে না।

আয়োজক সংগঠনের সভাপতি জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনটির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, সিনিয়র সহ-সভাপতি সজল খান সুজন, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মিলন তালুকদারসহ প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146494