বগুড়ার গাবতলীর তোজাম হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডাদেশপ্রাপ্ত আসামি দুলুর জামিন নামঞ্জুর 

বগুড়ার গাবতলীর তোজাম হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডাদেশপ্রাপ্ত আসামি দুলুর জামিন নামঞ্জুর 

কোর্ট রিপোর্টার : বগুড়ার গাবতলীর তোজাম্মেল হককে হত্যা দায়ে যাবজ্জীন কারাদন্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি দেলোয়ার হোসেন দুলুর (৬৬) জামিনের আবেদন নামঞ্জুর করে সাজা পরোয়ানামূলে কারাগারে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে। সে দুর্গাহাটা (নিজ দুর্গাহাটা)  গ্রামের মৃত মগলার ছেলে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বগুড়ার দায়রা জজ আদালতে হাজির হয়ে ওই আসামি জামিনের আবেদন করলে সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গাবতলী উপজেলার দুর্গাহাটা (নিজ দুর্গাহাটা) গ্রামের ওসমান মোল্লার ছেলে তোজাম্মেল হক গত ২০১৭ সালের ২৭ নভেম্বর বৈঠাভাঙ্গা পূর্বপাড়ায় মঠু মিয়ার বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় সন্ধ্যায় বৈঠাভাঙ্গার চারমাথায় মোটরসাইকেলের গতিরোধ করে মামলার আসামিরা ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে তোজাম্মেল হককে গুরুতর আহত করে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোজাম্মেল হককে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে নিহত তোজাম্মেল হকের ছোট ভাই মমিন মেল্লা বাদি হয়ে গাবতলী থানায় এই মামলা দায়ের করেন।

গত ১১ নভেম্বর সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবিরের ঘোষিত রায়ে পলাতক আসামি বাবুল প্রাং ওরফে আবুল কালাম আজাদ, মানিক, মনিরুজ্জামান ওরফে মিশুকে মৃত্যুদন্ডাদেশসহ ১ লাখ টাকা করে জরিমানা এবং পলাতক ওই আসামি দেলোয়ার হোসেন দুলুসহ পলাতক আসামি পিন্টু প্রাং ওরফে মাজেদুর রহমান ও বৈঠাভাঙ্গা গ্রামের আশিক হাসান ওরফে আশিককে (৩৬) যাবজ্জীবন সশ্রম করাদন্ড ও প্রত্যেকের ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়। মামলাটি শুনানি করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. জহুরুল রায়হান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146471