বাংলাদেশকে জেতাতে পারলেন না হামজা : জয় হাতছাড়া বাংলাদেশের

বাংলাদেশকে জেতাতে পারলেন না হামজা : জয় হাতছাড়া বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে শেষ মুহূর্তে গোল খেয়ে। 

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। চাপ মাথায় নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু হতেই স্বাগতিকরা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। হামজা চৌধুরী দ্রুতই করেন জোড়া গোল। তবে শেষ পর্যন্ত আর জয় পায়নি হ্যাভিয়ের ক্যাবরেরার দল। শেষ মুহূর্তে গোল হজম করে ড্র করেছে দল। দুই অর্ধে দুই রকম বাংলাদেশ। প্রথমার্ধে বিবর্ণ। বিরতির পর গোছালো, জয়ের জন্য মরিয়া। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যে জোড়া গোল করলেন হামজা।

ইংল্যান্ড প্রবাসী তারকার ঝলকে নেপালকে হারানোর পথেই ছিল বাংলাদেশ। কিন্তু বিধিবাম। যোগ করা সময়ের গোলে ভেস্তে গেল স্বাগতিকদের উৎসব।

হামজার ইনজুরি সময়ে কর্নার থেকে বল পেয়ে ব্যাক হিলে গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্থ করেন নেপালের অনন্ত তামাং। শেষ মুহূর্তে জয় হাতছাড়া হয় বাংলাদেশের।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146469