আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বগুড়ায় এনসিপির অবস্থান
‘লকডাউন’ কর্মসূচির নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ও নাশকতা সৃষ্টির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শহর শাখা। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে সমাবেশ করে।
সমাবেশে এনসিপি শহর সংগঠক শওকত ইমরান বলেন, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা এখন ছলচাতুরী শুরু করেছে। ২০২৪ সালের গণঅভ্যূত্থানে মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে যেমন ভাবে প্রতিহত করেছিল ঠিক তেমন ভাবেই আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিও প্রতিহত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা এনসিপির সদস্য সুলতান মাহমুদ, শহর সংগঠক মাইনুল ইসলাম, রিগ্যান, লিজা, রাকিব, আবু সাঈদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক মহিদ-উল-নবী (মিশু), পৃথিবী, স্বপ্ন, জেলা জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাব্বি মন্ডল, মূখ্য সংগঠক মোস্তফা রাব্বি, সদর এনসিপি নেতা বিপি, সিফাত, গাবতলী প্রধান সমন্বয়কারী শাহাদাৎ হোসেন শান্ত প্রমুখ। খবর বিজ্ঞপ্তির।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146453