জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে
অনলাইন ডেস্কঃ রাজধানীর হাইকোর্টের সামনে রাস্তায় ড্রামে উদ্ধারকৃত খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম আশরাফুল ইসলাম (৪৩) পিতা- আব্দুর রশিদ, মাতা-ইসরা বেগম। বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর,শ্যামপুর নোয়াপাড়া চার নাম্বার ওয়ার্ড।
এর আগে হাইকোর্টের সামনে রাস্তায় দুটি ড্রাম পড়ে থাকতে দেখে স্থানীয়রা কৌতুহলবশত সেটি খুলেন পরে দেখেন ওপরে চাউলের প্রলেপ দেওয়া। সেখানে হাত দিলেই বেরিয়ে আসে লাশের টুকরা।
স্থানীয়রা পুলিশের খবর দিলে পুলিশ এসে টুকরা লাশ গুলি উদ্ধার করেন। এরপর সাথে সাথেই ঘটনাস্থলে সিআইডি এসে তার অক্ষত একটি আঙ্গুল থেকে ছাপ নিয়ে তথ্য পরিচয় বেড় করতে সক্ষম হোন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146445