নোয়াখালীতে মায়ের সঙ্গে বাগবিতণ্ডার জেরে মেয়ের আত্মহত্যা
নোয়াখালীর চাটখিল উপজেলায় মায়ের সঙ্গে বাগবিতণ্ডার জেরে আত্মহত্যা করেছে নবম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার মিথিলা (১৫)।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে মিথিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত ফাতেমা আক্তার মিথিলা উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া এলাকার প্রসাদপুর গ্রামের মুন্সিবাড়ির মহিনউদ্দিন ও লুৎফুন নাহার দম্পতির একমাত্র মেয়ে। সে স্থানীয় সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মিথিলার প্রেমের বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে অভিমান করে সে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে দেখে, মিথিলা ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবার জানিয়েছে, পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ছিল সে। আগের রাতে টিভি দেখাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে সামান্য অভিমান হয়- এরপরেই এই মর্মান্তিক পরিণতি।
চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আহমেদ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।