আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। এটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার সম্প্রচারিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। জানা গেছে, প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশসহ গণভোটের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে পারেন।

আরো জানা যায়, উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। প্রধান উপদেষ্টার ভাষণের পর আগামী সপ্তাহের শুরুতে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ জারি হতে পারে। তবে আদেশ রাষ্ট্রপতি জারি করবেন, নাকি প্রধান উপদেষ্টা জারি করবেন তা চূড়ান্তের পর জানা যাবে। বৈঠকে বিষয়টির আইনি দিক পর্যালোচনা করা হবে। আইনগত কোনো জটিলতা না থাকলে প্রধান উপদেষ্টাই জারি করবেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। না হলে রাষ্ট্রপতির মাধ্যমেই আদেশ জারি করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান উপদেষ্টার এই ভাষণ খুবই সংক্ষিপ্ত হবে। সচরাচর জাতির উদ্দেশে দেওয়া ভাষণ সম্প্রচারের আগে রেকর্ড হয়ে থাকলেও আজ সরাসরি সম্প্রচার হবে। জুলাই আদেশ বাস্তবায়ন সম্পর্কিত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই তিনি ভাষণ আকারে পাঠ করবেন। জুলাই সনদের বিষয় ছাড়াও তার ভাষণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন এবং মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গও আসতে পারে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146376