ধানের শীষের প্রার্থী কাজী রফিকের সোনাতলায় গণসংযোগ

ধানের শীষের প্রার্থী কাজী রফিকের সোনাতলায় গণসংযোগ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : ধানের শীষের প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম সোনাতলা ও সারিয়াকান্দিতে ব্যস্ত সময় পার করছেন। ওই আসনটি পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থী দিন-রাত ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করা হচ্ছে।

এমনকি প্রতিদিন তিনি বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা করে চলছেন। মোটরসাইকেল শোডাউন, মিছিল, মিটিং সহ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করছেন।

ওই সংসদীয় আসনের ভোটাররা জানান, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের শাসনামলে তারা ভোট দিতে পারেননি। এবার তারা ভোট দেওয়ার সুযোগ পেলে সুযোগটি কাজে লাগাবেন।

এ বিষয়ে ওই সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন, এবার তার নির্বাচনী এলাকার ভোটাররা তাকে ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146349