বগুড়ার শেরপুরে গাড়িদহ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরের গাড়িদহ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ফুলবাড়ী দাখিল মাদ্রাসা মাঠে আলহাজ মাওলানা দবিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় কাফুরা কনফিডেন্স স্পোর্টিং ক্লাব ও রামেশ্বরপুর যুব সংঘ অংশগ্রহন করে ১-০ গোলে কাফুরা কনফিডেন্স স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।
আজ বুধবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী দাখিল মাদ্রাসা মাঠে সুপার মাওলানা মানছুরুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর ধুনট নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমির সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মাওলানা দবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল বাছেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম,গাড়িদহ ইউনিয়ন জামায়াতের আমির মো: রুহুল আমিন, সেক্রেটারি আব্দুর রউফ প্রমুখ। ৮টি টিমের অংশগ্রহণে নক আউট পদ্ধতিতে খেলাটি অনুষ্ঠিত হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146342