বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক আব্দুর রউফের মৃত্যু
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর গ্রামের হায়দার আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ভুস্কুর (ইসলামপুর) গ্রামে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার রানীরহাট বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাতে থাকা শিক্ষক আব্দুর রউফ গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।
নন্দীগ্রাম উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান শিক্ষক আব্দুর রউফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ছিলেন অত্যন্ত দায়িত্বশীল ও নিষ্ঠাবান শিক্ষক। তার মৃত্যু শিক্ষা পরিবারে গভীর শোকের ছায়া ফেলেছে।
এছাড়াও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস পারভিন, ইদ্রিস আলী, মহেশ চন্দ্র দেবনাথ, দেবাশীষ কুন্ড, নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, রহমতুল্লাহ, সহকারী শিক্ষক আবু তাহের, মামুন আলম, সাইদুর রহমান তোতা, মোস্তাফা কামাল ও শাহ জামালসহ তার সহকর্মীরা। শিক্ষক আব্দুর রউফের একমাত্র ছেলে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি শ্রেণিতে অধ্যয়নরত।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146337