প্রচারে আসছে ‘পারিবারিক নির্বাচন’
অভি মঈনুদ্দীন ঃ পরিবারের মধ্যে এক অন্যরকম গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পারিবারিক নির্বাচন’ নামের নতুন এক ধারাবাহিক নাটক। নাটকটি রচনা ও পরিচালনা মহিন খান। মহিন খান জানান এই ধারাবিাহিকটি দশ পর্বের মধ্যেই প্রচার শেষ হবে।
শিগগিরই ধারাবাহিকটি ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, সাবেরী আলম, ইন্তেখাব দিনার, সুষমা সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু, সেমন্তী সৌমী, আনোয়ার শাহী, এমএনইউ রাজু, আবুবকর রোকন’সহ আরো অনেকে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ডর্লি জহুর বলেন,‘ এর আগে মহিনের নির্দেশনায় কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেছি। মহিনের রচিত গল্প যেমন চমৎকার তার নির্দেশনাও আমার কাছে ভীষণ ভালোলাগে। পারিবারিক নির্বাচন নাটকটির গল্প খুউব সুন্দর। বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছে মহিন। আশা করছি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’
ইন্তেখাব দিনার বলেন,‘ পারিবারিক নির্বাচন-নাম শুনেই বুঝা যায় কেমন হতে পারে নাটকের ভেতরের গল্প। আমাদের জীবনেরই গল্প নিয়ে নির্মিত হয়েছে পারিবারিক নির্বাচন নামের এই নাটকটি। মহিন আগের চেয়ে আরো দক্ষ হয়ে উঠেছে নির্মাণে। তার গল্প বলার ধরনও খুউব ভালো। যে কারণে কাজ করতে খুউব ভালোলাগে।’ নাটকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাসুদ রানা মিঠু।
মিঠু বলেন,‘ অভিনয়ের প্রতি আমার অদম্য ভালোবাসা। তাই যখন যে চরিত্রে অভিনয় করেছি মন দিয়ে করারই চেষ্টা করেছি। মহিন আমাকে বেশ শ্রদ্ধা করে ভালোবাসে। তাই আমার কথা মাথায় রেখেই আমার চরিত্রটি রচনা করেছে। আমি চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি ভালোলাগবে সবার। মহিনকে আবারো ধন্যবাদ আমাকে এই নাটকে কাজ করার সুযোগ করে দেবার জন্য।’
মহিন খান বলেন,‘ নাটকে প্রত্যেক শিল্পীই যার যার চরিত্রে এক কথায় অসাধারন অভিনয় করেছেন। নির্মাতা হিসেবে এই ধারাবাহিক নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146333