এক গানেই ইতিহাস হয়ে রইলেন নিশীতা
অভি মঈনুদ্দীন : নিশীতা বড়ুয়া, তার প্রজন্মের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী। যার মিষ্টি, সুরেলা আর ভিন্ন ধরনের কন্ঠ তাকে সহজেই অন্যসব শিল্পী থেকে তাকে আলাদা করে। নিশীতা বড়ুয়ার কন্ঠ আমাদের সঙ্গীতাঙ্গনে তার প্রজন্মের এবং তারও পরের প্রজন্মের অন্যতম সিগনেচার ভয়েজ। অথচ এই সিগনেচার ভয়েজের শিল্পীকে বাংলাদেশ যথাযথভাবে কাজে লাগাতে পারেনি, মূল্যায়ণও করতে পারেনি। অবশ্য তা নিয়ে নিশীতার কোনোই আফসোস ছিলোনা কখনো। তার সবসময়ই বিশ্বাস ছিলো ঈশ্বর তাকে যতোটুকু দিয়েছেন, তাতেই সন্তুষ্ট তিনি।
ক্লোজআপওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ রিয়েলিটি শো দিয়ে সঙ্গীতাঙ্গনে উত্থান ঘটে নিশীতা বড়ুয়ার। প্রতিযোগিতা চলাকালীন সময়ে মৌলিক গানের পর্বে ‘রঙধনু ভালোলাগে’ (কথা আশরাফ বাবু, সুর সঙ্গীত পার্থ বড়ুয়া) গান দিয়েই সারাদেশ ব্যাপী সাড়া ফেলেছিলেন। পরবর্তীতে গানকে পেশা হিসেবে বেছে নিয়ে অনেক মৌলিক গান গেয়েছেন নিশীতা, সিনেমাতেও গান গেয়েছেন। কিন্তু ‘রঙধনু ভালোলাগে’ গানের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যেতে পারেনি আর কোনো গান।
যদিও বা তার কন্ঠে এরপরেও আরো মৌলিক গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। যারমধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো ‘হিয়া’ গানটি। ‘হিয়া’ গানটি ২০১৭ সালে প্রকাশিত হয়েছিলো। গানটি জাহাঙ্গীর রানার লেখা ও সুর করা। এখন পর্যন্ত এই গানটি চার কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।
নিশীতার কন্ঠে সর্বশেষ প্রকাশিত মৌলিক গান ‘তোমাকে সেদিন ফিরিয়ে দিয়ে আমি কী যে ভুল করেছি, পরিণামে তিলে তিলে আজও আমি জ্বলে পুড়ে যেন মরেছি’। গানটি এবিএম ওয়ালিউর রহমানের লেখা ও ও মলয় দস্তিদারের সুর করা। এই গানটিতে নিশীতা তার আকেগকে ভীষণভাবে কাজে লাগিয়েছেন। গানটি শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়াও ফেলেছে। নিশীতা অনেক বেশি বেশি গান করতে চাননি। কিন্তু চেয়েছেন ভালো কথা ও সুরের গান করতে, করেছেনও ঠিক তাই।
আবার নিশীতার কন্ঠে ‘একদিন এমন একদিন আসবে’ গানটিও শ্রোতাদের মনকে নাড়া দিয়েছিলো। এই গানটিও জাহাঙ্গীর রানার লেখা ও সুর করা। প্রেমিককে উদ্দেশ্য করে প্রেমিকার কষ্টের কথা, আফসোসের কথাই এই গহানে ফুটে উঠেছে। বুকের ভেতর হাহাকারের সৃষ্টি করে এই গানটি। এমন আরো বেশকিছু মৌলিক গান করেছেন নিশীতা বড়ুয়া। যে গানগুলো শিল্পী হিসেবে তাকে এক অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে। আবার কাভার সং গেয়েও নিশীতা বেশ প্রশংসা কুঁড়িয়েছেন। পার্থ বড়ুয়ার নতুন সঙ্গীতায়োজনে বেশ কয়েকবছর আগে প্রকাশিত ‘তখন তোমার একুশ বছর’ গানটি কাভার সং হিসেবে গেয়ে নিশীতা সঙ্গীতাঙ্গনে দারুণ আলোচনায় চলে আসেন। পরবর্তীতে যতো স্টেজ শো’তে গিয়েছেন তিনি প্রত্যেক স্টেজ শোতে তাকে এই গানটি গাইতে হতো।
নিশীতা বড়ুয়া বলেন,‘ সঙ্গীত জীবনের চলার পথে বহু মানুষের, শ্রোতা দর্শকের আশীর্বাদ আর ভালোবাসা পেয়েছি। একজন শিল্পী হিসেবে এই তো অনেক বড় প্রাপ্তি। সবার কাছে আশীর্বাদ চাই যেখানেই আছি যেভাবেই আছি যেন ভালো থাকি, সুস্থ থাকি।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146329