সিলেটে বিটিসিএলের পরিত্যক্ত গুদামে আগুন

সিলেটে বিটিসিএলের পরিত্যক্ত গুদামে আগুন

সিলেটে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একটি পরিত্যক্ত গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে গুদাম থেকে হঠাৎ ধোঁয়া উঠতে দেখা যায়। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
 
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, বিটিসিএল ভবনের পাশের বাংলাদেশ ব্যাংকের বাউন্ডারি দেওয়ালের উপর কাটাতারের ওয়েল্ডিং করার সময় স্পার্ক থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146318