ঢাকা-১৮ আসনের খিলক্ষেতে ধানের শীষের পক্ষে গনমিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনের খিলক্ষেতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারে গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে রাজধানীর খিলক্ষেত কুড়িল বিশ্বরোডের সামনে থেকে এ নির্বাচনী গণসংযোগ ও গনমিছিল শুরু করে বিএনপি। এরপর সংসদীয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিশাল এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঢাকা-১৮ আসনের দলের মনোনয়ন প্রত্যাশীরা ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন।
গনমিছিল ও নির্বাচনী গণসংযোগে অংশ নেন স্হানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করে বিএনপি। এর মধ্যে ঢাকা-১৮ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি দলটি।
গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন। তিনি বলেন, আমরা সবাই মিলেই জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে মাঠে আছি। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে আমরা সবাই একসাথে মিলে কাজ করবো।
খিলক্ষেত থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এ নির্বাচনী গণসংযোগ ও গনমিছিলে অংশ নেন। গনমিছিলটি খিলক্ষেত থানার কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে তিনশ ফিট দিয়ে বসুন্ধরা কনভেনশন সেন্টার এর সামনে গিয়ে শেষ হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146316