ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

দেশের মাটিতে জাতীয় দলের আয়ারল্যান্ড সিরিজ এবং এনসিএল চলার মধ্যেই ব্যস্ত সূচি বাংলাদেশ ‘এ’ দলের। ‘এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ’ (সাবেক ইমার্জিং এশিয়া কাপ) খেলতে আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল আজ (বুধবার) সকালে কাতারের দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছে।

তবে ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি তিন ক্রিকেটার। তারা হলেন- ইয়াসির আলি রাব্বি, মাহিদুল ইসলাম অংকন এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। বিসিবি সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে তারা আগামীকাল (বৃহস্পতিবার) দলের সঙ্গে যোগ দিতে কাতারের উদ্দেশে রওনা দেবেন।

 

আগামী ১৪ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দোহায় অনুষ্ঠিত হবে লিস্ট ‘এ’ মর্যাদার এই টুর্নামেন্ট। ৮ দলের এই আসরে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপে আছে পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146311