বিপিএল নিলামের আগে দল পেয়েছেন যেসব ক্রিকেটার

বিপিএল নিলামের আগে দল পেয়েছেন যেসব ক্রিকেটার

আগামী ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। পাঁচ দলের আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম। এরই মধ্যে টুর্নামেন্ট ঘিরে নিজেদের প্রস্তুতি শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিদের দিকেও নজর রয়েছে তাদের। 

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম দুই আসরে নিলামের মাধ্যমে খেলোয়াড় বাছাই হলেও ২০১৫ সালের আসর থেকে চালু হয় ড্রাফট পদ্ধতি। তবে এবার নিলামে ফিরে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নিয়ম অনুযায়ী, প্রতিটি দল নিলামের আগে সরাসরি সর্বোচ্চ দুজন বাংলাদেশি (এ ও বি ক্যাটাগরি) এবং কমপক্ষে এক থেকে দুজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে। 

আসন্ন বিপিএলের খেলোয়াড় নিলাম হবে দুই ধাপে। প্রথম ধাপে স্থানীয় ক্রিকেটারদের নিলাম ও দ্বিতীয় ধাপে বিদেশি ক্রিকেটারদের নিলাম হবে। সেখান থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে ১৩ জন স্থানীয় ক্রিকেটারকে দলে নিতে হবে। নিলামের বাইরে সরাসরি সই করানো যাবে সর্বাধিক দুজন খেলোয়াড়কে। প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন স্থানীয় ক্রিকেটার নিবন্ধন করতে পারবে।

এদিকে আসন্ন নিলামের আগে অংশগ্রহণকারী পাঁচ দল সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ১০ ক্রিকেটারকে। তবে সেই তালিকায় নেই লিটন দাস, তানজিম হাসান সাকিব, জাকের আলী, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, নাহিদ রানা, সৌম্য সরকারের মতো জাতীয় দলের ক্রিকেটাররা। দল পেতে তাদের অপেক্ষা করতে হবে ২১ নভেম্বর পর্যন্ত।

 

বিপিএলে এখন পর্যন্ত দল পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা হলেন-

রংপুর রাইডার্স— নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান
সিলেট টাইটান্স— মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ
ঢাকা ক্যাপিটালস— তাসকিন আহমেদ, সাইফ হাসান
রাজশাহী ওয়ারিয়র্স— তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত
চট্টগ্রাম রয়্যালস— শেখ মাহেদী, তানভীর ইসলাম

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146309